বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল গ্রেফতার
- কাজী খোরশেদ আলম, বুড়িচং (কুমিল্লা)
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৩
কুমিল্লার বুড়িচং উপজেলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদকে (৩২) গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন সন্ধ্যায় উপজেলার ষোলনল ইউনিয়ন ইছাপুরা চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোহেল আহমেদ ষোলনল ইউনিয়নের ৫ ওয়ার্ডের ইছাপুরা চরপাড় এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
ওসি আজিজুল হক, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ষোলনল ইউনিয়ন ইছাপুরা চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে সোহেল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা