হাটহাজারীতে বাস-সিএনজি সংঘর্ষ : ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২, আহত ৪
- হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
- ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৪
চট্টগ্রামের হাটহাজারীতে বাস-সিএনজি অটোরিক্সা সংঘর্ষের ঘটনায় ব্যাংক কর্মকর্তা মো: কামরুল বিন হাসান (৩৯) ও মো: ভুট্টু (৩৮) নামে দু’জন নিহত হয়েছেন। এতে সিএনজি ড্রাইভারসহ আরো চারজন আহত হয়েছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী মেডিক্যাল গেইট এলাকার কেন্দ্রীয় ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার এলাকায় বড় বাড়ির মো: হাসানের ছেলে ও ডাচবাংলা ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কর্মকর্তা এবং ভুট্টুর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে রাউজান হাইওয়ে পুলিশের এসআই শফিকুর রহমান জানান, সকাল ৭টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী পৌরসভার মেডিক্যাল গেট এলাকায় ঈদগাহের সামনে একটি বাসের সাথে বিপরীত থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটোরিকশার এক যাত্রী দুর্ঘটনাস্থলে মারা গেছেন এবং অপর একজন হাসপাতালে ভর্তির পর মারা গেছেন। ড্রাইভারসহ আহত চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ফটিকছড়ি লেলাং ইউনিয়নের মো: লোকমান জানান, ড্রাইভারসহ আমরা ছয়জন সিএনজিতে ছিলাম। দ্রুতগামী একটি বাস আমাদেরকে চাপা দিয়ে চলে গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা