২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

৯ মাসে কোরআনের হাফেজ হলেন বাঁশখালীর ফাহিম

হাফেজ কামরুল ইসলাম ফাহিম - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাত্র নয় মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন ১০ বছর বয়সের মো: কামরুল ইসলাম ফাহিম।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) হিফজ সবক শেষ হওয়ার মধ্য দিয়ে তার হেফজ সম্পন্ন হয়।

বাঁশখালী পৌরসভার জলদীতে অবস্থিত সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী পরিচালিত দারুল কারীম মাদরাসা থেকে তিনি পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেন।

কিশোর হাফেজ কামরুল ইসলাম ফাহিম বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী আমানপাড়া গ্রামের মো: মাহমুদুল করীম ও হামিদা বেগম দম্পতির সন্তান।

দারুল কারীম মাদরাসার হিফজ বিভাগীয় প্রধান মাওলানা হাফেজ আবদুল মজিদ জানান, কামরুল ইসলাম ফাহিম ২০২৪ সালের এপ্রিল মাসে মাদরাসায় ভর্তি হন। মে মাসের ২০ তারিখে সে হিফজ সবক শুরু করেন।

এদিকে মাত্র নয় মাসে হিফজ সম্পন্ন করা কৃতি ছাত্র কামরুল ইসলাম ফাহিম যে বড় আলেম হয়ে দ্বীনের একজন খাদেম হতে পারেন সে জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ফাহিমের মা-বাবা।

 


আরো সংবাদ



premium cement