২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও নবীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ওমর ফারুক (১৯) ও মোকাদ্দেছ মিয়া (৭০)। - ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও নবীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী ও এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দুর্ঘটনা দু’টি ঘটে।

নিহতরা হলেন- নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের দুরুইল গ্রামের মরহুম ইব্রাহিম মিয়ার ছেলে সাবেক সেনা সদস্য মোকাদ্দেছ মিয়া (৭০) এবং সদর উপজেলার চিনাইর গ্রামের জারুলতলা এলাকার শওকত ভূইয়ার ছেলে ব্রাহ্মণবাড়িয়া গ্যাসফিল্ড স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ওমর ফারুক (১৯)।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, ‘বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা মোকাদ্দেছ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মোকাদ্দেছ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় নবীনগরের নারুই এলাকার তামিম (১৭) আহত হয়ে আখাউড়া থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যায় বলেও জানান ওসি।

অপর দিকে একই দিন দুপুর ১টার দিকে সদর উপজেলার সুলতানপুর-আখাউড়া বাইপাস সড়কের আলাকপুর নামক স্থানে দিগন্ত বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ফজলে রাব্বী (২২) নামে আরো একজন আহত হয়েছেন।

এ বিষয়ে ওসি মোজাফ্ফর হোসেন জানান, ‘দিগন্ত বাসটিকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা

সকল