চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধার
- রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)
- ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৯
কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়ন থেকে অপহরণের একদিন পর মাতামুহুরী নদীর কন্যারকুম থেকে হাসান মুরাদ (২৭) নামে এক যুবককের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে মাতামুহুরী নদী থেকে এ লাশ উদ্ধার করেন চকরিয়া পুলিশ।
হাসান মুরাদ উপজেলার শাহারবিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম নয়াপাড়ার বাসিন্দা জসিম উদ্দিনের বড় ছেলে বলে জানা যায়।
নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র (সিংহ) বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) রাতে স্থানীয় লোকজন মাতামুহুরি নদীর কন্যারকুম এলাকায় ভাসমান অবস্থায় লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন।
নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র (সিংহ) জানান, ভাসমান অবস্থায় এ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কিছু ধারণা করা যাচ্ছে না, তবে লাশের শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং সুরতহাল রিপোর্টের শেষে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা