২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

আজহারকে মুক্তি না দিলে রাজপথে আন্দোলন হবে : এ টি এম মাছুম

জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তি, জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বলেছেন, ‘জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তি, জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে না দিলে আমরা প্রয়োজনে আবারো রাজপথে জনগণকে নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। জালিম সরকার তাকে বন্দী করেছিল, বর্তমান সরকার কেন তাকে মুক্তি দিচ্ছেন না তা জানতে চায় জনগণ।’

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদীর শহীদ মিনার প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ-পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ‘হাসিনা দেশের অর্থনীতি, রাজনীতি, ভোটাধিকার ধ্বংস করে দিয়েছেন। মানুষ এ দেশে কোনো স্বৈরাচার ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ ঐক্য থাকলে সৎ মানবিক সমাজ রূপে এ দেশকে গড়ে তুলতে সক্ষম হবে।’

জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য ও সাবেক নোয়াখালী জেলা আমির মাওলানা আলা উদ্দিন, কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসেন, মো: ইসমাইল হোসেন মানিক, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলা সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলম এবং নোয়াখালী শহর আমির মাওলানা মো: ইউসুফ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান প্রমুখ।


আরো সংবাদ



premium cement