২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

কুমিল্লায় উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উদ্ধার হওয়া পরিত্যক্ত মর্টার শেল - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শশীদল ইউনিয়নে সেনের বাজার এলাকার পুকুর থেকে উদ্ধার হওয়া একটি পরিত্যক্ত মর্টার শেল নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশন মর্টার শেলটি নিষ্ক্রিয় করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন।

এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের সেনের বাজার এলাকার মরহুম তোতা মিয়ার পুকুর থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে পানিশূন্য পুকুরের কাদামাটিতে খেলতে গিয়ে মর্টার শেলটি দেখতে পায় স্থানীয় কয়েকজন শিশু (সামি, সাজিব ও সীমান্ত)। শিশুরা মর্টার শেলটি খেলনা ভেবে বাড়িতে নিয়ে যায়। শিশু সীমান্তের চাচা নাছির ভাঙারি দোকানে বিক্রি করতে গেলে দোকানদার অস্ত্র ভেবে ফিরিয়ে দেয়।

পরে ঘটনাটি স্থানীয় লোকজনের নজরে আসলে তারা পাশের বিজিবি ক্যাম্পে অবহিত করেন।

বিজিবি ঘটনাস্থলে গিয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দেয়।

পরে বিজিবি ও পুলিশ মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনকে অবহিত করে। এরই প্রেক্ষিতে শনিবার মর্টার শেলটি নিষ্ক্রিয় করে বাংলাদেশ সেনাবাহিনী।

ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘উপজেলার শশীদল ইউনিয়নে সেনের বাজার এলাকায় পুকুরে পাওয়া মর্টার শেলটি শনিবার নিষ্ক্রিয় করা হয়। কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশন মর্টার শেলটি নিষ্ক্রিয় করে।’


আরো সংবাদ



premium cement