জামায়াত বাংলাদেশকে সম্প্রীতির নমুনা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় : মাওলানা আব্দুল হালিম
- খাগড়াছড়ি প্রতিনিধি
- ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৬
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19692465_134.jpg)
‘জামায়াতে ইসলামী বাংলাদেশকে বিশ্বের দরবারে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি নমুনা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। যেখানে সাম্প্রদায়িক বা ধর্মীয় কোন বিভেদের কোনো ঠাঁই নাই, থাকবে না।’ বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি সদরের দারুল আইতাম সম্মেলন কক্ষে জামায়াতের খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বার্ষিক রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আব্দুল হালিম বলেন, ‘বাংলাদেশের ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সব মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনসমর্থন নিয়ে জামায়াত একটি বৈষম্যহীন ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে।’
খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ মো: আব্দুল মোমেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনের জামায়াত মনোনীত প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দীর্ঘদিন বাংলাদেশ একটি অবরুদ্ধ বাংলাদেশ ছিল। ফ্যাসিস্ট, খুনি আওয়ামী লীগ সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব অফিস সিলগালা করে দিয়েছিল। কেন্দ্রীয় নেতাদেরদের ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করা হয়। দু’সহস্রাধিক নারী, কেন্দ্রীয় নেতাদেরসহ লাখের অধিক নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করে। ৯০ হাজার নেতাকর্মীকে রিমান্ডের নামে নির্মম নির্যাতন করে। একেক জনের বিরুদ্ধে কয়েক শ’ করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দেয়া হয়।’
তিনি আরো বলেন, আমরা দ্রুত নির্বাচন চাই। তবে আগে সংস্কার ও ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগের বিচার, তারপর নির্বাচন। জামায়াতের দাবি পিআর তথা সংখানুপাতিক হারে নির্বাচন। এতে ছোট বড় সকল দল সংসদে প্রতিনিধিত্ব করে দেশ গড়ার কাজে অংশ নিতে পারবে। ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে জামায়াতে ইসলামীও আগে স্থানীয় সরকার নির্বাচন চায়।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, ‘জামায়াতকে ভোট দিলে খাগড়াছড়িকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত এবং বৈষম্যহীন জেলা হিসেবে উপহার দেয়া হবে।’
জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানের সঞ্চালনায় আয়োজিত রুকন সম্মেলনে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবুল হোসেন, মো: আব্দুল মান্নান ও মোহাম্মদ ইলিয়াছসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।