অপারেশন ডেভিল হান্ট, কুমিল্লায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২
- কাজী খোরশেদ আলম, বুড়িচং (কুমিল্লা)
- ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৪
কুমিল্লার বুড়িচংয়ে অপারেশন ডেভিল হান্টে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলার সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেল ও বাকশীমূল ইউপি সদস্য মো: লিটন রেজাকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সদরে নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় এবং একই দিনে দুপুরে বাকশীমূল আনন্দপুর এলাকা থেকে লিটন রেজাকে গ্রেফতার করা হয়।
বাকশীমূল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাকশীমূল ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য মো: লিটন রেজা। তিনি বাংলাদেশ ইউনিয়ন পরিষদের মেম্বার কল্যান অ্যাসোসিয়েশন বুড়িচং উপজেলার সভপাতি ও বাকশীমূল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, রুমেল খান ও লিটন রেজাকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ মামলা রয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।