চকরিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত
- রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)
- ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৭
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19692378_168.jpg)
কক্সবাজারের চকরিয়ার উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশনে ভাতিজার ছুরিকাঘাতে চাচা হোছাইনগীর (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) পবিত্র শবেবরাতের রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় বাসিন্দা হোছাইনগীরের স্ত্রীর সাথে বড় ভাই হাছানগীরের স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে রাতে আবার চাচা হোছাইনগীরের সাথে ভাতিজা ফোরকান প্রকাশ কালু (১৭) সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে ভাতিজা চাচা হোছাইনগীরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে ফোরকান পালিয়ে যায়। পরে হোছাইনগীরকে দ্রুত চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. হোছাইনগীর বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছনুয়াপাড়া এলাকার মোহাম্মদ শরিফের ছেলে । ঘাতক ভাতিজা মো. ফোরকান প্রকাশ কালু (১৭) মো. হাসানগীরের ছেলে বলে জানা যায় ।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ফোরকানকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি।