১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১ ফাল্গুন ১৪৩১, ১৪ শাবান ১৪৪৬
`

রামুতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

- ছবি : প্রতীকী

কক্সবাজারের রামুতে বাসের সাথে মুখোমুখি দু’মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের হাসপাতাল গেট সংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জাহিদ (৩০)। তিনি সিলেটের জাফলং এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আর আহত অন্য দু’ব্যক্তিও মোটরসাইকেল আরোহী ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার অভিমুখে মোটরসাইকেল বহরের সাথে বিপরীতমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল দু’টি দুমড়ে মুচড়ে যায়।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement