তিন ঘণ্টা পর খাগড়াছড়ি কারাগারের জেলারকে উদ্ধার, দায়িত্ব হস্তান্তর
- খাগড়াছড়ি প্রতিনিধি
- ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫১
খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার আকতার হোসেন শেখকে তিন ঘণ্টার বেশি সময় কারা ফটকে আটক রেখেছিলো কারারক্ষীরা। অবশেষে তিনি বিশেষ নিরাপত্তা প্রহরায় কারাগার ত্যাগ করেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২৫ মিনিটে ওই জেলার কারাগার ত্যাগ করেন।
এর আগে অনৈতিকভাবে তিন কারারক্ষী বদলিসহ নানা অনিয়মের অভিযোগে কারা রক্ষীরা দুপুর ২টা থেকে জেলার আকতারকে কারাগার থেকে বের হতে না দিয়ে কারা ফটকে আটকে রেখে আন্দোলন শুরু করে।
কারা রক্ষীরা তাদের হয়রানিমূলক বদলির জন্য জেলার আক্তার হোসেনকে দায়ী করে বদলি আদেশ প্রত্যাহার এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা প্রমাণের দাবিতে আন্দোলন শুরু করেন।
খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে ভারপ্রাপ্ত জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মিয়া কারাগারে ছুটে এসে আন্দোলনরত কারারক্ষীকে ডিউটি থেকে সরিয়ে দিয়ে অস্ত্র জমা নিয়ে নেন।
বিকাল চারটার দিকে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ আন্দোলনরত কারারক্ষীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করেন। আন্দোলনরত কারারক্ষীদের সাথে তাদের দাবি সম্পর্কে জানতে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।
নবাগত ডেপুটি জেলার মঞ্জুরুল ইসলাম সাংবাদিকদের জানান, সকাল থেকে জেলার আকতার হোসেন শেখ বদলিজনিত কারণে খাগড়াছড়ি কারাগারে দ্বায়িত্ব হস্তান্তরের কাজ করছিলেন। হঠাৎ করে দুপুরের দিকে কারা ফটকে কয়েকজন কারারক্ষী আন্দোলন শুরু করে। সর্বশেষ বিকেলে নবাগত ডেপুটি জেলার মঞ্জুরুল ইসলাম দায়িত্বভার নেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিকেল ৫টা ২০মিনিটে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা, জেল সুপার, ডেপুটি জেলার মিটিং থেকে বের হয়ে আসেন।
এডিএম ঘটনাটিকে জেলারের সাথে কারারক্ষীদের ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে বলেন, কারা রক্ষীদের লিখিতভাবে অভিযোগ দিতে বলেছেন। অভিযোগ পেলে উর্ধ্বতন কতৃপক্ষের বরাবরে পাঠাবেন।
এর কয়েক মিনিট পর বিকেল ৫টা ২৫ মিনিটে জেলার বিশেষ নিরাপত্তা প্রহরায় কারাগার ত্যাগ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা