ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজি : ফেনীতে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা
- ফেনী অফিস
- ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২০
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19692160_110.jpg)
ফেনীতে ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে জাকির হোসেন মিয়া ও আমির হোসেন নামে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে মামলাটি করেন ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা।
অভিযুক্ত দু’জন দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের গজারিয়ার বাসিন্দা জহির আহমেদের ছেলে।
মামলায় মর্ম সিংহ ত্রিপুরা উল্লেখ করেন, ‘গত ৯ ফেব্রুয়ারি থেকে নোয়াখালীতে ‘থানা ব্যবস্থাপনা কোর্সে’ প্রশিক্ষণে রয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেনী আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাহমুদুল হাসানের কাছে ওসির নাম ব্যবহার করে ও অন্যদের নাম ভাঙিয়ে চার্জশীট থেকে নাম বাদ দেয়ার জন্য তিন লাখ টাকা চাঁদা দাবি ও গ্রহণ করেন।’
অডিও ক্লিপে শোনা যায়- মাহমুদুল হাসান মামলার চার্জশীট থেকে নাম বাদ দেয়ার জন্য ইতিমধ্যে চাঁদার টাকা এক দফায় দুই লাখ ও আরেক দফায় এক লাখ টাকা নেন জাকির হোসেন।
আরেকটি ভিডিওতে দেখা যায়- জাকিরের ভাই আমির হোসেন প্রিন্সিপাল মাহমুদুলের থেকে টাকা নেন।
মামলার সত্যতা নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা মো: মোতাহের হোসেন।
প্রসঙ্গত, মাহমুদুল হাসানের সাথে জাকির হোসেন অডিও কথোপকথন ফাঁসের পর ব্যাপক আলোচিত হয়। জামায়াতে ইসলামীর রাজনীতিতে সম্পৃক্ত থাকা জাকিরকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
এর আগে মাহমুদুল হাসানের সাথে অডিও কথোপকথন ফাঁস হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন থেকে বহিস্কার হওয়া ওমর ফারুক শুভ চাঁদাবাজির মামলায় কারাগারে রয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা