আর্জেন্টিনা থেকে গম এলো চট্টগ্রাম বন্দরে
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৪
দক্ষিণ আমেরিকার দেশ আর্জেটিনা থেকে আবারো ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে এমভি ইন্ডিগো ওমেগা নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, ৫ জানুয়ারি আর্জেন্টিনা থেকে ৫০ হাজার ২০০ টন গম নিয়ে এসেছিল এমভি ইলপিডা জিআর নামে আরেকটি জাহাজ।
মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে এমভি ইন্ডিগো ওমেগা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
এতে আরো বলা হয়েছে, জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার গম খালাসের কার্যক্রম শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূত্র : ইউএনবি