১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

মিরসরাইয়ে লরির ধাক্কায় আহত ৪

স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহত ব্যক্তিরা - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে লরির ধাক্কায় খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের চারজন প্রোডাকশন কর্মচারী আহত হয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সরকারটোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের কর্মচারী রিনা (২৩), পপি সূত্র ধর (২৫), রাশেদা (৩০) ও গুরুত্বর আহত ফাতেমা (২৬)। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের এইচআর হেড নাহিদা আক্তার মুক্তা বলেন, ‘মঘাদিয়া ইউনিয়নে একটি লরি আমাদের কর্মচারীদের বহন করে বাসটি ওভারটেক করার সময় লরিতে বহন করা যন্ত্রাংশের এক পাশ বাসের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে আমাদের চারজন প্রোডাকশন কর্মচারী আহত হয়েছেন। তাদের মধ্যে ফাতেমার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মিরসরাইয়ের রেডিয়েন্স হাসপাতালের ডিউটি ডাক্তার সাইফুল্লাহ রেজা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় খাইশি লিনজেরি কারখানার চারজন কর্মচারী হাসপাতালে ভর্তি হয়। তার মধ্যে ফাতেমার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেকে পাঠানো হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

মিরসরাই থানার সেকেন্ড অফিসার মো: শহীদুল্লাহ মামুন বলেন, ‘একটি লরির পেছনের অংশে থাকা যন্ত্রাংশের ধাক্কায় খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের বাসের গ্লাসের সাথে লেগে বাসে থাকা চারজন কর্মচারী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। লরিটি স্থানীয় একটি গ্যারেজে রাখা হয়েছে। এই ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনিব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement