চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত
- চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৫
কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরী নিলয় (৩৮) নিহত হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিলয় উপজেলার গুনবতী ইউনিয়নের দশবাহা (সাবেক পরিকোট) গ্রামের মরহুম আবদুল খালেকের ছেলে ও এশিয়ান টিভির প্রতিনিধি। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই নাজমুল হুদা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক নিলয় বুধবার রাত পৌনে ৮টায় মোটরসাইকেল নিয়ে জগন্নাথদীঘি এলাকা থেকে গুণবতীতে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ফকিরবাজার এলাকায় দ্রুতগামীর একটি বাসে ধাক্কায় নিলয় ছিটকে পড়ে যান। এ সময় প্রচুর রক্তক্ষরণ হয় এবং মোটরসাইকেলটি বাসের সাথে আটকে অনেক দূরে গিয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিক নিলয়কে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো: মহসিন বলেন, দুর্ঘটনায় ছিটকে পড়ে প্রচুর রক্তক্ষরণের কারণে সাংবাদিক নিলয়ের মৃত্যু হয়েছে।
এদিকে সাংবাদিক নিলয় নিহতের বিষয়টি চৌদ্দগ্রাম থানা ও হাইওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা