১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`

ফেনী কলেজের জায়গা দখলমুক্ত করতে শিক্ষার্থীদের মানববন্ধন, ১০ দিনের আল্টিমেটাম

ফেনী সরকারি কলেজের জায়গা দখলমুক্ত করতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। - ছবি : নয়া দিগন্ত

ফেনী সরকারি কলেজের বেদখল হওয়া কোটি কোটি টাকার জায়গা দখলমুক্ত করতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের সামনে সড়কে বেলা সাড়ে ১২টা থেকে আধঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা।

এ সময় বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিক, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইউনুছ, ইসলামী আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও কলেজের গণিত বিভাগের ছাত্র মোহাইমিন তাজিম, আবদুল আজিজ, ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ফখরুল ইসলাম পলাশ বক্তব্য রাখেন।

আগামী ১০ দিনের আল্টিমেটাম দিয়ে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আগামী ১০ দিনের মধ্যে যদি জায়গা ফেরত না দেয়া হয় তাহলে সদর হাসপাতাল মোড়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচি দিবো। যে সকল ভূমিদস্যু আমাদের ক্যাম্পাসের জায়গা দখল করেছে তাদের বলতে চাই, এটা আওয়ামী লীগের সময় না। বিগত স্বৈরাচার যেভাবে লুটেপুটে খেয়েছে, এখন সেই সময় আর নেই। ফেনী কলেজের জায়গা নিয়ে কোনো তালবাহানা চলবে না।

উল্লেখ্য, গত রোববার দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় ‘ফেনী কলেজের কোটি কোটি টাকার সম্পত্তি বেদখলে-স্থাপনা নির্মাণ করে লাখ লাখ টাকা ভাড়া নিচ্ছে দখলদাররা, আদালতের নির্দেশনা অমান্য করে দোকান নির্মাণ কাজ অব্যাহত, ভূয়া কাগজ তৈরি করে আইনী দীর্ঘসূত্রতা’ শিরোনামে তথ্যবহুল সচিত্র সংবাদ প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। বিষয়টি সাধারণ শিক্ষার্থীসহ রাজনৈতিক ও সচেতন মহলে ব্যাপক আলোচিত হয়। এর প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচি ঘোষণা দিয়ে রাজপথে নামে।


আরো সংবাদ



premium cement