চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় কাভার্ড ভ্যানের হেলপার নিহত
- চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৮
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691861_118.jpg)
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় নয়ন (২৩) নামে এক কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক জগন্নাথদিঘী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আজ সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট হাসান।
নিহত নয়ন বগুড়া সদরের এরুলিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার রাত ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রামের ডিমাতলী এলাকায় নয়ন বিকল হওয়া কাভার্ড ভ্যানের চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় পিছন থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে নয়ন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহযোগিতায় নয়নকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নয়নের মামা রাজু আহমেদ জানান, নয়ন ইলেক্ট্রিকের কাজ করতেন। সংসারের অভাব ঘুচাতে তিনি কাভার্ড ভ্যানের হেলপার হিসেবে কাজ করতেন।
মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট হাসান জানান, কাভার্ড ভ্যান ও ট্রাক থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা