চকরিয়ায় আবারো বন্য হাতির মৃত্যু
- রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩২
কক্সবাজার উত্তর বন বিভাগের চকরিয়া ফাঁসিয়াখালীতে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ ঘূনিয়া আবুলের ঘোনা নামক স্থানে ফাঁসিয়াখালী রিংভং রির্জাভ এলাকায় এ বন্য হাতির মৃত্যু হয়।
স্থানীয়রা আশঙ্কা করছেন, বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতিটির মৃত্যুর ঘটনা ঘটতে পারে। ওই এলাকায় ইতোপূর্বে আরোও একটি বন্য হাতি বিদ্যুৎ তারে আটকে মৃত্যু হয়েছিল বলেও জানান তারা।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহারাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৪০ থেকে ৪৫ বয়স্ক একটি পুরুষ বন্য হাতির মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে হাতিটির গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা