মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪
চট্টগ্রামের মিরসরাইয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা দিয়ে উল্টে পড়া ট্রাকের নিচে চাপা পড়ে মো: আক্তার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ৭টা নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আক্তার হোসেন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মরহুম রবিউল হোসেন রবির ছেলে।
দুর্ঘটনা কবলিত লেগুনাটির চালক নুরুল মোস্তফা বলেন, ‘বুধবার সকাল ৭টার দিকে আমি গাড়িতে যাত্রী তুলতে রাস্তার পাশে দাঁড়াই। এ সময় মোটরসাইকেল আরোহী আক্তার হোসেন আমার গাড়ির পাশে মোটরসাইকেল থামিয়ে তার কিছু পণ্য নিতে আমার সাথে দরদাম করছিলেন। এমন সময় কয়লাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকে এসে আছড়ে পড়ে। সড়ক বিভাজকের সাথে তীব্র ধাক্কায় ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে সেটি মোটরসাইকেল ও আমার গাড়ির উপর উল্টে পড়ে। ট্রাকের নিচে চাপা পড়ে আমার লেগুনার সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য আমি রক্ষা পাই। কিন্তু মোটরসাইকেলসহ আক্তার হোসেন ট্রাকের নিচে চাপা পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে দুর্ঘটনাস্থলে থাকা কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিজামপুর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনার স্থলে এসে আমরা উদ্ধার কাজে অংশ নিই। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। খবর পেয়ে স্বজনরা এসে তার লাশ নিয়ে গেছেন।
তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও তার সহকারী শটকে পড়েছে। আমরা দুর্ঘটনা কবলিত ট্রাক ও লেগুনাটি হেফাজতে নিয়েছি। ধারণা করছি, চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা