নাফ নদী থেকে ৪ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- গোলাম আজম খান, কক্সবাজার অফিস
- ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪১
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরা অবস্থায় চার বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর মুখ এলাকা থেকে তাদের আটক করে নিয়ে গেছে বলে জানা গেছে।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, টেকনাফ শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা নৌকার মাঝি মো: হাছান (৩০), আব্দুর রকিম (২০), মো: জাবের (২৬), মো: হাছান (১৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ শাহপরীর দ্বীপের দক্ষিণ নৌ-ঘাটের সভাপতি বশির আহমেদ।
তিনি বলেন, আজ মঙ্গলবার সকালে নাফ নদীতে শাহপরীর দ্বীপের চার জেলে মাছ ধরতে যান। পরে দুপুরের দিকে মিয়ানমারের আরাকান আর্মি নৌকাসহ তাদেরকে ধরে নিয়ে যায়। এ ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তাদের ফেরত আনতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা