আখাউড়ায় প্রায় ৩ কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার
- আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
- ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪২
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691379_169.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রায় তিন কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ী ও থ্রিপিস উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে আখাউড়া পৌরসভার মালদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ বিজিবি সদস্যরা এসব অবৈধ পণ্য উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সরাইল ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৪টায় মালদারপাড়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই হাজার ২১টি ভারতীয় অবৈধ শাড়ী ও তিনশত ৬৬টি থ্রিপিস উদ্ধার করা হয়। এসব কাপড়ের মূল্য ধরা হয়েছে ২ কোটি ৮১ লাখ ৫০০ টাকা।’
তিনি আরো জানান, ‘বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত চোরাই কাপড় আখাউড়া কাস্টমসে জমা দেয়া হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা