১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১, ১০ শাবান ১৪৪৬
`

নোয়াখালীতে চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা : গ্রেফতার ৩

- ছবি : প্রতীকী

নোয়াখালীর কবিহাট উপজেলার ছবিরপাইক গ্রামে ধুমচর ছবিরপাইক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জহির উদ্দিন বেচু (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত তিনজনকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন সুন্দলপুর ইউনিয়নের ছবিরপাইক গ্রামের মরহুম বাদশা মিয়ার দুই ছেলে হাবিব উলা (৪৫) ও অজিউলা লিটন (৪০) এবং সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মরহুম মুকবুল আহমেদ চৌকিদারের ছেলে আবদুর রব খান সাহেব (৬৫)।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের জেল হাজতে পাঠায়।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সুন্দলপুর ইনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর লামছি গ্রামের মো: মোস্তফার প্রতিবন্ধী ছেলে জহির উদ্দিন বেচুকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা নাজিয়া সোলতানা আটজনের নামে ও অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

এ ঘটনায় শনিবার রাত ১০টায় হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, মুঠোফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, জহির উদ্দিন বেচুকে রক্তাক্ত অবস্থায় একটি গাছের সাথে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। গুরুতর জখম নিয়ে তিনি কাতরাচ্ছেন আর লোকজন তা দেখলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, শুক্রবার ভোররাতের দিকে একদল লোক চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন জহির উদ্দিন বেচুকে আটকের পর পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে বেচুর চোখ, মুখ ও হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে খুচিয়ে খুচিয়ে জখম করা হয়। অমানুষিক নির্যাতনের পর তাকে একটি গাছের সাথে রশি দিয়ে বেঁধে রাখা হয়। সকাল ৯টা পর্যন্ত এভাবে গাছের সাথে কাতরাতে থাকেন বেচু। পরে হাসপাতালে নেয়ার সময় সকাল ১০টার দিকে মিয়ার হাট বাজারের কাছে তার মৃত্যু হয়।

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।

কবিরহাট উপজেলা সমাজসেবা অফিসার মো: হাফিজুর রহমান জানিয়েছেন, ‘নিহত জহির উদ্দিন বেচু ২০২০ সাল থেকে সমাজসেবা অফিসের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা পেয়ে আসছিলেন।’

কবিরহাট থানার ওসি মো: শাহীন মিয়া বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে শনিবার রাত ১০টায় গ্রেফতার করা হয়েছে। ঘটনার সময় মুঠোফোনে ধারণ করা ভিডিও দেখে আসামিদের শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’


আরো সংবাদ



premium cement
জুলাই বিপ্লবীদের সম্মান ও নিরাপত্তা ফ্যাসিবাদের জননী পালালেও মুক্তি এখনো আসেনি মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশ গোটা বিশ্বে কোরআন চর্চার উর্বর ভূমি : ধর্ম উপদেষ্টা কেন উইলিয়ামসনের শতকে ফাইনালে নিউজিল্যান্ড গাজীপুরে সাবেক এমপি চয়নসহ গ্রেফতার ৯৬ ‘ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা সমাজে বৈপ্লবিক পরিবর্তন এনেছে’ টাঙ্গাইলে আ’লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য কাজ করছে সরকার : মির্জা ফখরুল গৌরীপুরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৭ ১২ দেশে হচ্ছে টিউলিপের বিরুদ্ধে তদন্ত

সকল