১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১, ১০ শাবান ১৪৪৬
`

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

- ছবি : প্রতীকী

মিরসরাইয়ে সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় ফকির মাঝি (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মিরসরাই পৌর সদরের ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফকির মাঝি মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মোমিনটোলা গ্রামের মরহুম লেদু মাঝির ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে বাজার করতে মিরসরাই বাজারে যায় নিহত ফকির মাঝি। পথিমধ্যে ডাকবাংলো এলাকার ইউটার্ণ এলাকায় দ্রুতগামী সৌদিয়া পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে পুলিশ বাসটি আটক করে।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরে সড়ক দুর্ঘটনায় ফকির মাঝি নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশের টিম সৌদিয়া পরিবহনের একটি বাস জব্দ করে থানায় নিয়ে আসে। নিহতের লাশ পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement