০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

‘১৭ বছর কোরআনের আওয়াজ তুলতে দেয়া হয়নি’

- ছবি : নয়া দিগন্ত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা.) সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী বলেছেন, বিগত ১৭ বছর আমরা অসুস্থ ছিলাম। কোরআনের আওয়াজ তুলতে দেয়া হয়নি। মাহফিলের মাঝে আইন-শৃঙ্খলা বাহিনী এসে তাফসীর বন্ধ করে দিত। এসে বলতো ওপরের নির্দেশ। আল্লাহতো কখনো তাফসির মাহফিল বন্ধ করতে ওপর থেকে নির্দেশ দেয়নি। ওপরে কারা ছিলো সবাই জানে।

তিনি বলেন, যারা তাফসিল মাহফিল নিষিদ্ধ করেছে এখন তারাই নিষিদ্ধ হয়ে গেছে। ১৭ বছর যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে তাদের একজনকেও ছাড় দেয়া হবে না।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ফেনী সদর উপজেলা ধর্মপুর ইউনিয়নে মটুয়া ইসলামিয়া দাখিল মাদরাসার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল ও শিক্ষার্থীদের মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আনোয়ার হোসেন তাহের জাবেরী বলেন, ২০২৪-এর ৩৬ জুলাই একদল যুবক আল্লাহর ওপর ভরসা করে জালিমের সামনে দাঁড়ায়। যাদের অস্ত্র ছিল আল্লাহু আকবার ও ঈমানের শক্তি। আল্লাহ তাদের রক্তের বিনিময়ে বিজয় দিয়েছেন। আমরা দ্বিতীয়বার মুক্ত হয়েছি।

তিনি আরো বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন আমরা মুসলমান, তাফসির মাহফিলের জন্য অনুমতি কিসের। তফসির মাহফিল চলবে। জালিম যখন পালিয়ে গেছে এখন ঈমানের বীজ রোপণ করতে হবে।

মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়ার সভাপতিত্বে এবং মাদরাসার সুপার মাওলানা আব্দুল মতিনের পরিচালনায় বিশেষ মেহমান ছিলেন আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার ফকিহ মাওলানা আবদুল হান্নান, চট্টগ্রামের সাগরিকা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক, ছাগলনাইয়ার জিনারহাট ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জাকারিয়া, ছাগলনাইয়ার পাঠাননগর আমিনিয়া ফাজিল মাদরাসার ছাগলনাইয়া অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খন্দকার।


আরো সংবাদ



premium cement