০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

ইসলামের দাওয়াত দেয়া কি আমাদের অপরাধ : শিবির সভাপতি

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম - ছবি : নয়া দিগন্ত

‘রব মানা, মা-বাবার কথামতো চলা ও ইসলামের দাওয়াত দেয়া কি আমাদের অপরাধ’ প্রশ্ন রেখে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘আমাদেরকে রবের হুকুম মানতে ও বাবা-মাকে গুরুত্ব দিতে হবে। তাহলে দুনিয়া ও আখেরাতে শান্তি পাওয়া যাবে।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধায় নোয়াখালী শিল্পকলা অ্যাকাডেমিতে ছাত্রশিবিরের নোয়াখালী শহর শাখার উদ্যোগে সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইবনে আউফ কমার্স কার্নিভাল ২০২৫-এর সভায় প্রধান অতিথির বক্তব্যে এ এসব কথা বলেন।

এ দিন ছাত্রশিবিরের সভাপতি বলেন, ‘গত ৫ আগস্টের আগ পর্যন্ত আমাদের ২৩৪ জনকে শহীদ করা হয়েছে। বর্তমানে সাতজন গুম হয়েছেন। আমরা জানিনা তারা কোথায় আছে।’

তিনি ছাত্রশিবিরের জন্য দোয়া চেয়ে বলেন, ‘এবারের প্রতিপাদ্য হবে ‘মেধার সততায় গড়ব সোনার বাংলাদেশ।’

শিবির নোয়াখালী শহর শাখার সেক্রেটারি আবদুল্লাহ আল মাহাবুবের পরিচালায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় ব্যবসা বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান।

উল্লেখ্য, শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে ৪০টি স্টল খোলা হয়। এতে ১১০ জন প্রতিযোগিতায় অংশ নেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 


আরো সংবাদ



premium cement