দেশের মাটিতে আর ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না : রফিকুল ইসলাম খান
- মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
- ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশর মাটিতে আর ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল। তারা ক্ষমতায় থাকতে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। লুটপাট করেছ। বিগত সাড়ে ১৫ বছরে নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। তারা অবৈধভাবে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল। নির্বাচনব্যবস্থা ভেঙে দিয়েছিল। বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুমিল্লার মুরাদনগরের ডিআর উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় রফিকুল ইসলাম খান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, এত উন্নয়নের রোলমডেল হলে দেশ ছেড়ে পালালেন কেন? জামায়াতের শীর্ষ নেতারা ফাঁসিরকাষ্ঠে গেলেও কখনো দেশ ছেড়ে পালাননি।
তিনি বলেন, মূলত আওয়ামী লীগকে পালাতে হয়েছে নিজেদের অপকর্মের কারণে। দুর্নীতিবাজ এবং সার্টিফিকেট না থাকা ব্যক্তিকেও বিচারপতি বানানো হয়েছে। তাদের আমলে নিয়োগ পাওয়া আপিল বিভাগের বিচারপতিরা ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লাঠিয়াল বাহিনীর সদস্য। তাদের ব্যবহার করে নিজেদের পক্ষে রায় আদায় করা হয়েছে।
মুরাদনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু নছর মুহাম্মদ ইলয়াসের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল সভাপতি ও সাবেক চাকসু ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা