দেশবাসীকে ধৈর্য্য ও শান্তি-শৃঙ্খলা রক্ষার আহ্বান সালাহউদ্দিন আহমেদের
- কক্সবাজার অফিস
- ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৯
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690603_124.jpg)
উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে ধৈর্য্য ও শান্তি-শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের আলাপকালে তিনি এ আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, উস্কানিমূলক কোনো পদক্ষেপে অংশ নেবেন না। এতে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথ বাধাগ্রস্ত হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা শক্ত হাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। দেশের আইনশৃঙ্খলা যাতে অবনতি না হয় এবং এ নিয়ে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশ-বিদেশে বসে কোনো রকমের ষড়যন্ত্র করার সুযোগ না পায় সেই দিকে লক্ষ্য রাখুন।