০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

পতিত ফ্যাসিবাদ দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত : ড. মুহাম্মদ রেজাউল করিম

লক্ষ্মীপুরের স্থানীয় একটি মিলনায়তনে হাজিরপাড়া ইউনিয়ন জামায়াত আয়োজিত আগামী ২২ ফেব্রুয়ারি আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের লক্ষ্মীপুরে আগমন উপলক্ষ্যে এক প্রস্তুতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ড. মুহাম্মদ রেজাউল করিম। - ছবি : নয়া দিগন্ত

আগস্ট বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা, দারিদ্র, অপশাসন-দুঃশাসনমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে লক্ষ্মীপুরের গণজমায়েতকে জনসমুদ্রে পরিণত করতে সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরের স্থানীয় একটি মিলনায়তনে হাজিরপাড়া ইউনিয়ন জামায়াত আয়োজিত আগামী ২২ ফেব্রুয়ারি আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের লক্ষ্মীপুরে আগমন উপলক্ষ্যে এক প্রস্তুতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ইউনিয়ন আমির মাওলানা অব্দুর রহীমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মোস্তফা মোল্লা, চন্দ্রগঞ্জ থানা সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন ও সহকারী সেক্রেটারি ডা. মুহাম্মাদ কাউসার হামীদ ও হাজিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আনোয়ার এলাহী। উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় ড. রেজাউল করিম বলেন, আমাদের দেশপ্রেমী জনতা আত্মভোলা ও সরল বিশ্বাসী হলেও তাদের স্মৃতি খুবই প্রখর এবং কর্মের ক্ষেত্রে বেশ প্রত্যয়ী। কিন্তু মাফিয়ানেত্রী শেখ হাসিনা ও তার দলের লোকেরা মনে করেছিলো যে, মাত্র ছয় মাসেই তারা আওয়ামী হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ ও নির্মম গণহত্যার কথা ভুলে গিয়ে তাদেরকে আবার নতুন করে বরণ করে নেয়ার জন্য প্রস্তুত হয়েছে। তাই বাকশালী নেত্রী মাঝে মাঝেই চট করে দেশে ঢুকে পড়া, আবার আগামী মার্চের মধ্যেই প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফেরার স্বপ্লবিলাসে বিভোর। তারা এসব ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চায়। কিন্তু তাদের সে স্বপ্লবিলাস কখনোই সফল হবে না। বরং ছাত্র-জনতা সব বাকশালী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেবে।

তিনি আওয়ামী লীগের দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, জনগণ অতীতে যাদের ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছে তারা জনগণের ভাগ্যের পরিবর্তন না করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে নিয়েছে। তাই তারা বারবার প্রতারিত ও আশাহত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের মানুষ এখন জামায়াতের দিকেই চেয়ে আছে। তারা আগামী নির্বাচনে জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়ে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়।

তিনি শহীদদের স্মৃতিবিজড়িত লক্ষ্মীপুরের কথা উল্লেখ করে বলেন, শহীদ ডা. ফয়েজসহ অগণিত শহীদের রক্তে রঞ্চিত পূণ্যভূমি লক্ষ্মীপুর। তাই আগামী নির্বাচনে লক্ষ্মীপুরে ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি ও শহীদদের অসমাপ্ত কাজ সমাপ্ত করে শহীদদের রক্তের বদলা নিতে হবে। তিনি আমিরে জামায়াতের সমাবেশকে স্মরণকালের সর্ববৃহত সমাবেশে রূপ দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান।


আরো সংবাদ



premium cement
দেশের চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে বিএনপি পাঁচ বছরের মধ্যে প্রথমবার সুদের হার কমাল ভারতের কেন্দ্রীয় ব্যাংক মৌলভীবাজারের ৪ সংসদীয় আসনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার চাঁপাই সীমান্তে বাংলাদেশী কৃষককে ‘পিটিয়ে হত্যা’ করল বিএসএফ আবারো শিরোপায় চুমু আঁকল বরিশাল ভালো কথাটা সবার আগে বলা উচিৎ, ফেসবুকে বিদ্রুপ মন্তব্য করা হচ্ছে : ডা. শফিকুর রহমান চুয়েটের হল থেকে ছাত্রলীগের ১৮ নেতাকর্মী বহিষ্কার, ৩ জনকে শোকজ সচিবালয়ের পরিণতি যেন ৩২ নম্বরের মতো না হয় : হাসনাত আবদুল্লাহ ৫৩ শিক্ষার্থীকে বৃত্তি দিলো বাকৃবি ছাত্রশিবির অহঙ্কারের শাস্তি

সকল