সরকারের সহযোগিতায় পার্বত্য এলাকার পরিস্থিতিগুলো সমাধান করতে হবে : উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন
- বান্দরবান প্রতিনিধি
- ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩২
সমস্যার মূলে গিয়ে আলোচনার মাধ্যমে সরকারের সহযোগিতায় পার্বত্য এলাকার পরিস্থিতিগুলো সমাধান করার কথা বলেছেন সরকারের নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব:) জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।
আজ শুক্রবার সকালে বান্দরবান শহরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় সেনাবাহিনীর বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাকিব ইবনে রেজওয়ান, শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আসম আশরাফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাওছার প্রমুখ। এছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা ডা. এম সাখাওয়াত হোসেন পার্বত্য এলাকার পরিস্থিতি উল্লেখ করে বলেন, ‘বান্দরবান শান্তি ও সম্প্রীতির এলাকা। এখানে হঠাৎ করে সন্ত্রাসী তৎপরতার বিষয়গুলো সবাইকে ব্যথিত করেছে।’
পার্বত্য এলাকায় শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনতে অভিজ্ঞ মানুষের প্রয়োজন উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘যারা সন্ত্রাস করছে তারা না বুঝে করছে। এতে করে কোনো ফল হবে না। এখন উচিত হবে সবাই মিলে একসাথে বসে সমস্যার সমাধান করা।’
তিনি বলেন, ‘মিয়ানমারের সাথে বাণিজ্য বাড়াতে বান্দরবান সীমান্তের ঘুমধুম এলাকায় নতুন একটি স্থলবন্দর করা যায় কি না তা সরকার চিন্তা ভাবনা করছে।’
উল্লেখ্য, উপদেষ্টা সকালে বান্দরবান সফরে আসেন। অনুষ্ঠান শেষে উপদেষ্টা বৌদ্ধ অনাথালয়ে বৃক্ষরোপন করেন।