নোয়াখালীতে সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদের বাড়িতে হামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০০
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690555_14.jpg)
সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামের বাড়িতে হামলার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।
তবে কাদের নেতৃত্বে এই হামলা হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো সময় বেশি পার হয়নি। কয়েকজনের সাথে কথা বলছি, তারা না বলে। বিষয়টি তদন্তের বিষয়। কে করছে, তা আদতে পরিষ্কার না।’
স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বললে তারা স্থানীয়দের বরাতে বলেন যে হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজনের মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল। সে বিষয়ে পুলিশ কিছু জানে কি না জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘না।’
ওসি লিটন দেওয়ান বলেন, ‘ওখানে একজন কেয়ারটেকার ছিল। তাকে জিজ্ঞেস করছিলাম। সে বলছে হৈ-হুল্লোড় শুনে সে পালায়ে চলে গেছে। সে নাকি দেখেনি।’
ওসি যোগ করেন, ‘শুনেছি ৩০-৩৫ জনের কথা, মনে হয় হামলাকারী আরো বেশি ছিল। কেউ কেউ বলে ৫০ জন।’
এই ঘটনায় রাতেই সেনাবাহিনী ও পুলিশের পৃথক দু’টি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে, স্থানীয় সাংবাদিক হাসিব আল আমিন জানান, ‘সমন্বয়করা বলছে, এই কাজ তাদের নয়। গতকাল বেগমগঞ্জে তাদের কোনো কর্মসূচি ছিল না, শুধু ওবায়দুল কাদের বাড়িতে ছিল। তারা বলছে, তাদেরকে বেকায়দায় ফেলার জন্য অন্য কেউ রাজনৈতিক প্রতিহিংসাবশত এই হামলা করেছে। হামলার সময় সেখানে কেউ ছিল না। পরে আমরা খবর পেয়ে রাতের অন্ধকারে গিয়ে ছবি-টবি তুলি।’
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা