০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা : সাবেক কাউন্সিলর গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা মেরে আট যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় চৌদ্দগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল হালিমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মিয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আবদুল হালিম চৌদ্দগ্রাম পৌর এলকার পূর্ব চাঁন্দিশকরা মুন্সি বাড়ির মরহুম আবুল কাশেমের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় একটি নৈশ কোচে পেট্রোল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পর দিন পুলিশ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জামায়াতের বর্তমান নায়েবে আমির ডা: সৈয়দ আবদুল্লাহ, মো: তাহেরসহ বিরোধী দলীয় ৮৬জন নেতাকর্মীকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় বেশিভাগ আসামি দীর্ঘদিন জেলও খাটে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ সেপ্টেম্বর বাসের মালিক আবুল খায়ের কুমিল্লার আদালতে প্রকৃত ঘটনায় দায়ী হিসেবে সাবেক ফ্যাসিস্ট রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, র‍্যাবের সাবেক ডিজি বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করে। এ মামলায় ১১৬ নম্বর আসামি করা হয় আবদুল হালিমকে। মামলাটি দায়েরের পর গত ৪ অক্টোবর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরাস উদ্দিন রিপন নামে এজাহারভুক্ত আরেক আসাইমকে গ্রেফতার করে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, মামলার পর থেকে আবদুল হালিম আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার মিয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
অন্তর্বর্তী সরকার বিশ্বব্যাপী কতটুকু সমর্থন পেল পরাধীনতার কারণেই দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে : অধ্যাপক মুজিবুর রহমান ‘ফেব্রুয়ারিতেই জুলাই গণহত্যা মামলার একাধিক তদন্ত প্রতিবেদন প্রস্তুত হবে’ সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মালিক-শ্রমিক ঐক্য গড়তে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ হাসিনা বা আ'লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার আমিরাতে ক্ষমা পাওয়া সেই প্রবাসীদের আল্টিমেটাম কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু মাদারীপু‌রের শিবচ‌রে স‌রিষা‌ক্ষেত থে‌কে ভ‌্যানচাল‌কের গলাকাটা লাশ উদ্ধার ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়ার পরিকল্পনা করার নির্দেশ ইসরাইলের সৌদিরা তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে পারে : নেতানিয়াহু

সকল