০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

‘দেশের ক্রান্তিলগ্নে অতন্দ্র প্রহরীর ভূমিকায় কাজ করেছে ছাত্রশিবির’

‘দেশের ক্রান্তিলগ্নে অতন্দ্র প্রহরীর ভূমিকায় কাজ করেছে ছাত্রশিবির’ - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রাম জেলা পশ্চিম শিবিরের সভাপতি আব্দুর রহিম বলেন, ‘এ দেশের ক্রান্তিলগ্নে অতন্দ্র প্রহরীর ভূমিকায় কাজ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এই সংগঠনের নেতাকর্মীরা সকল যৌক্তিক আন্দোলনে জীবন বাজি রেখে অংশগ্রহণ করেছেন। যা ২৪'র জুলাই বিপ্লবে প্রমাণ হয়েছে যে ছাত্রশিবির কত বড় বিপ্লব করতে পারে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পটিয়ায় সংগঠনটির প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিবির একটি দাবানল, যারা তা দমিয়ে দেয়ার চেষ্টা করবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

জেলা পশ্চিম শিবিরের অফিস সম্পাদক সারতাজ আরেফিন ফাহিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি আইয়ুবুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পশ্চিম শিবিরের সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন ও জেলা বাইতুলমাল সম্পাদক হাফেজ সালাউদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক পটিয়া উপজেলা শিবির সভাপতি গাজী কালাম।

এর আগে উপজেলার ইন্দ্রপুল হতে বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা সদরের প্রধানসড়ক হয়ে আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমাবেশে মিলিত হয়।


আরো সংবাদ



premium cement