০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

‘ফেনী সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে’

জনসভায় বক্তব্য দিচ্ছেন আবদুল আউয়াল মিন্টু - ছবি : নয়া দিগন্ত

ফেনী সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার আমলে ফেনী সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিজ জেলা বলেই স্বৈরাচারী সরকার ফেনীর উপর সবসময় নির্যাতন-নিপীড়ন চালিয়েছে।’

তিনি বলেন, ‘গত ১৭ বছরে শুধুমাত্র ফেনীতেই ৩০০ নেতা-কর্মী খুন হয়েছে। যারা এসব খুন-গুমের সাথে জড়িত ছিল তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সোনাগাজী সরকারি সাবের পাইলট হাই স্কুল মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু এসব কথা বলেন।

এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আবদুল আউয়াল মিন্টু তার বক্তব্যে তারেক রহমানকে উদ্দেশে করে বলেন, ‘আপনি আজ নানার বাড়ি এসেছেন। ফেনীসহ বৃহত্তর নোয়াখালীবাসী আজ আনন্দে উদ্বেলিত আপনাকে দীর্ঘদিন পর কাছে পেয়ে। আমরা অপেক্ষা করছি আপনি কখন দেশে ফিরবেন।’ তিনি বেগম খালেদা জিয়ারও দ্রুত সুস্থতা কামনা করেন।’

আবদুল আউয়াল মিন্টু আরো বলেন, ‘পতিত স্বৈরাচারী সরকার ও দুর্বৃত্তদের ধারা পরিচালিত দলের সর্বস্তরের নেতা-কর্মীদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘বিগত গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।’

ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় জুলাই আগস্ট বিপ্লবে ৪৫ জন শহীদ পরিবারকে আর্থিক সাহায্য এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গুলিতে নিহত মোহাম্মদ মাসুদের পরিবারকে ঘর উপহার উপলক্ষ্যে এ জনসভার আয়োজন করা হয়।


আরো সংবাদ



premium cement