০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

হাটহাজারীতে চেয়ারম্যান গ্রেফতার, সমর্থকদের হামলায় ওসি-ডিবিসহ আহত ৬

চেয়ারম্যান আবুল মনছুরকে গ্রেফতার করতে গেলে তার সংঘর্ষের ঘটনা ঘটে। - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের হাটহাজারীতে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চেয়ারম্যানের সমর্থকদের হামলায় ওসি-ডিবিসহ ৬ পুলিশ আহত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনছুরকে পরিষদ কার্যালয় থেকে গ্রেফতার করার সময় চেয়ারম্যানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তার সমর্থকেরা।

এ সময় পুলিশ ও চেয়ারম্যান সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ লেগে যায়। এসময় তারা ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা করে।

ঘটনায় ওসি ডিবি সাজেদুল ইসলাম (৪৫), এস আই আবু কাউসার (৩৮), হাটহাজারী থানার এসআই ইমরান (৩০), কন্সটেবল জামাল উদ্দিন (২৫) ও শাহাদাত ডালি (৩০) আহত হন।

অপরদিকে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় এলাকার জান্নাত শিরিন (৪৪) নামে এক নারী আহতের খবর পাওয়া গেছে। এদিকে ঘটনার পর হাটহাজারী থানার অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় ওসি ডিবি ও কন্সটেবল জামালকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানান কর্তব্যরত চিবিৎসক ডা. জান্নাতুন নুর জ্যোতি। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

আ’লীগ সমর্থিত চেয়ারম্যানকে গ্রেফতারকে কেন্দ্র করে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কস্থ মুনিয়াপুকুরপাড় এলাকায় আধা ঘণ্টারও বেশি সময় সড়ক অবরোধ করে রাখে চেয়ারম্যানের সমর্থকরা। পরে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

জানতে চাইলে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে হাটহাজারীতে তিনটি ও রাউজান থানায় একটি মামলা রয়েছে। ডিবি ওসির নেতৃত্বে তাকে পরিষদ থেকে গ্রেফতারের পর তার সমর্থকরা গতিরোধ ও পুলিশের ওপর হামলা করে। এসময় পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে ৩২ রাউন্ড গুলি ছুড়ে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
ক্রেন দিয়ে ভাঙা হচ্ছে শেখ মুজিবের বাড়ি সড়ক দুর্ঘটনায় দাদি নিহত, আহত নাতি খুনের বিচার না হলে খুনের সংস্কৃতি চলতেই থাকবে : জামায়াত আমির ইজতেমায় হাজারো লোকের ফ্রি চিকিৎসা দিলো হাফেজ্জী চ্যারিটেবল রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে দিলো শিক্ষার্থীরা ভোটার নিবন্ধনে অস্ট্রেলিয়া-কানাডায় যাচ্ছে ইসি পাবিপ্রবিতে শেখ মুজিব ও শেখ হাসিনা হলের নামফলক ভেঙ্গে দিলেন শিক্ষার্থীরা রাবিতে মুজিব পরিবারের নামফলক ভেঙে ফেললেন শিক্ষার্থীরা সিলেটে শেখ মুজিবের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো খুলনার শেখ বাড়ি

সকল