হাটহাজারীতে চেয়ারম্যান গ্রেফতার, সমর্থকদের হামলায় ওসি-ডিবিসহ আহত ৬
- হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৭
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690143_179.jpg)
চট্টগ্রামের হাটহাজারীতে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চেয়ারম্যানের সমর্থকদের হামলায় ওসি-ডিবিসহ ৬ পুলিশ আহত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনছুরকে পরিষদ কার্যালয় থেকে গ্রেফতার করার সময় চেয়ারম্যানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তার সমর্থকেরা।
এ সময় পুলিশ ও চেয়ারম্যান সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ লেগে যায়। এসময় তারা ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা করে।
ঘটনায় ওসি ডিবি সাজেদুল ইসলাম (৪৫), এস আই আবু কাউসার (৩৮), হাটহাজারী থানার এসআই ইমরান (৩০), কন্সটেবল জামাল উদ্দিন (২৫) ও শাহাদাত ডালি (৩০) আহত হন।
অপরদিকে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় এলাকার জান্নাত শিরিন (৪৪) নামে এক নারী আহতের খবর পাওয়া গেছে। এদিকে ঘটনার পর হাটহাজারী থানার অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় ওসি ডিবি ও কন্সটেবল জামালকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানান কর্তব্যরত চিবিৎসক ডা. জান্নাতুন নুর জ্যোতি। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
আ’লীগ সমর্থিত চেয়ারম্যানকে গ্রেফতারকে কেন্দ্র করে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কস্থ মুনিয়াপুকুরপাড় এলাকায় আধা ঘণ্টারও বেশি সময় সড়ক অবরোধ করে রাখে চেয়ারম্যানের সমর্থকরা। পরে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
জানতে চাইলে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে হাটহাজারীতে তিনটি ও রাউজান থানায় একটি মামলা রয়েছে। ডিবি ওসির নেতৃত্বে তাকে পরিষদ থেকে গ্রেফতারের পর তার সমর্থকরা গতিরোধ ও পুলিশের ওপর হামলা করে। এসময় পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে ৩২ রাউন্ড গুলি ছুড়ে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা