নোয়াখালীতে গুলিসহ গ্রেফতার ১
- মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১১
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গুলি ও মাদকসহ মো: নুরুল গনি (৪৩) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে তাকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, গ্রেফতার মো: নুরুল গনি উপজেলার রামপুর গ্রামের মরহুম নুরুল আবসার সেন্টুর ছেলে মাদককারবারি গনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গনিকে গ্রেফতার করা হয়।
এ সময় ৭১০ পিস ইয়াবা,২ রাউন্ড গুলি, মাদক বিক্রয় করা নগদ ৩৫ হাজার টাকা ও দু’টি মোবাইল উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অস্ত্র আইনে কোম্পানীগঞ্জ থানায় দু’টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও বিস্ফোরক আইনে মামলা আদালতে বিচারাধীন আছে। আসামি এলাকায় মাদককারবারিদের আধিপত্য ও ত্রাস সৃষ্টির জন্য মাদকের পাশাপাশি অস্ত্র নিয়ে ঘুরাফেরা করেন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা