নোবিপ্রবিতে ফাইনালাইজিংবিষয়ক ২ দিনব্যাপী কর্মশালা
- মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৩
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ওয়ার্কশপ অন ‘ফাইনালাইজিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল’ বিষয়ক দু’দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রথম দিন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় অনুষ্ঠিত ওই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে কর্মশালায় কি-নোট স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম জাকির সাদুল্লাহ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. এম মনিরুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: আবু লায়েক।
এ সময় প্রোগ্রাম মডারেটর ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: আবদুল কাইয়ুম মাসুদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা