সংস্কার সংস্কার বলে নির্বাচনকে দীর্ঘায়িত করছে : তারেক রহমান
- সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২২
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু কিছু মানুষ সংস্কার সংস্কার বলে নির্বাচনকে দীর্ঘায়িত করছে। আমাদের লক্ষ্য রাখতে হবে সংস্কারের মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কি না। আমাদের দ্রুত জনগণের শাসন নিশ্চিত করতে হবে। জনগণের শাসন নিশ্চিত করতে হলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
বুধবার বিকেলে সোনাগাজী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও যাওয়ার আগে হাজার হাজার মানুষকে যারা হত্যা করেছে, পঙ্গু করেছে, তাদের বিচার করতে হবে। যারা এ আন্দোলনে নিহত হয়েছে তাদের পরিবার যেন সঠিক বিচার পায়। দল-মত নির্বিশেষে স্বৈরাচারকে হঠাতে নিজের জীবন বাজি রেখে জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। বিচারের মাধ্যমে আইনের শাসন নিশ্চিত করতে হবে। সমাজিক অধিকার নিশ্চিত করতে হবে। নিহত ও আহতদের ত্যাগের মর্যদা দিতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে গঠন করতে হবে।
আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় আহ্বায়ক আতিকুরের সভাপতিত্বে ও ফেনী বিএনপি নেতা মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি, নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এনি, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আব্দীন ফারুক, জয়নাল আব্দীন ভিপি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম, হারুনর রশীদ হারুন, নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন, নির্বাহী কমিটির সদস্য আবু তালেব খোকা, নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার শানু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু, বেলাল আহাম্মদ বেলাল, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, সোনাগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভুঞা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু প্রমুখ।
সমাবেশে সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক র্যাবের ক্রসফায়ারে নিহত শহীদ মাসুদের পারিবারকে একটি সেমি পাকা মাসুদ ভিলা নামে একটি ঘর হস্তান্তর করা হয়।
এদিকে প্রায় এক যুগ পর উপজেলা বিএনপির এ সমাবেশকে কেন্দ্র করে উপজেলার সর্বত্রই ছিল উৎসবের আমেজ। আজ সকাল থেকেই জেলা ও উপজেলা থেকে বিভিন্ন রং-বেরংঙের ব্যনার-ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে নেতাকর্মীরা আসতে থাকে। দুপুর ১২টার আগেই দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা