আমাদের নেতাকর্মীরা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, উপদেষ্টারা তা হন নাই : বুলু
- সোনাগাজী (ফেনী) সংবাদদাতা
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৩
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, ৫ আগস্টের আন্দোলনে উপদেষ্টারা ক্ষতিগ্রস্ত হন নাই, হয়েছে আমাদের নেতাকর্মীরা। তখন তারা ডিবি হারুনের খাওয়া-দাওয়ায় ব্যস্ত ছিলেন।
বুধবার বিকেলে সোনাগাজী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবারের আয়োজিত সমাবেশে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আমাদের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও উপদেষ্টারা বিএনপির গায়ে কালি লাগাতে চান। আপনাদের কী অবদান ছিল দেশের জনগণ জানে। আপনারা দল গঠন করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বিএনপির নামে কোনো কালিমা দিবেন না।
বিএনপি নেতাকর্মীদের বলছি, আপনারা সততার পরিচয় দেন। তারেক রহমানের, বিএনপির গায়ে কালিমা লাগাবেন না। যারা কালিমা লাগাবেন তারা বিএনপিতে থাকার দরকার নেই।
আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় আহ্বায়ক আতিকুর সভাপতিত্বে ও ফেনী বিএনপি নেতা মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টু, নির্বাহী কমিটির সদস্য বরকত উল্যাহ বুলু, জয়নাল আব্দীন ফারুক, আব্দুল লতিফ জনি, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আব্দীন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম, নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন, নির্বাহী কমিটির সদস্য আবু তালেব খোকা, নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার শানু, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, সোনাগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভুঞা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা