০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`
কুমিল্লায় জুলাই বিপ্লবে শহীদ স্মরণিকার মোড়ক উন্মোচন

শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে : ডা. তাহের

কুমিল্লা টাউন হল মিলনায়তনে জুলাই বিপ্লবের শহীদ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। - ছবি : নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে জুলাই বিপ্লবের শহীদ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জনগণের নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি, তারাই রাষ্ট্র পরিচালনার হকদার এবং সেই ব্যবস্থাই করতে হবে। অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার নয়। এ জন্য নানা অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করার প্রচেষ্টা একটি দেশবিরোধী এবং ৫ আগস্টের চেতনাবিরোধী তৎপরতা হিসেবে এ জাতি গ্রহণ করবে।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য গুণগত পরিবর্তন আনতে কতিপয় সংস্কারের প্রয়োজন। তবে এ জন্য ন্যায়সংগত যতটুকু সময় প্রয়োজন, এর মধ্যেই একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

জুলাই বিপ্লবে শহীদদের তথ্য সংবলিত ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা’ স্মারকের মোড়ক উন্মোচন করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম। কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান ও সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতের কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, আবদুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন, মোশারফ হোসাইন, অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী, ডা. শফিকুর রহমান পাটোয়ারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর আহ্বায়ক আবু রায়হানসহ শহীদ পরিবারের সদস্যরা।

 


আরো সংবাদ



premium cement
জুলাই বিপ্লব ও আমাদের অর্থনীতি কক্সবাজারে ২৮ মামলার আসামি আশিক গ্রেফতার জাবিতে ছাত্রদলের আয়োজনে 'শহীদ নাফিসা উইমেন্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট' শুরু জুলাইয়ের ইতিহাস বিকৃত হতে দিবে না জামায়াত : ডা: শফিকুর রহমান নোয়াখালীতে গুলিসহ গ্রেফতার ১ আগরতলায় বাংলাদেশের ভিসা কার্যক্রম শুরু, প্রথম দিনে ১২০টি আবেদন সমালোচনা আর চাপের মুখে সরকারের সামনে যে ৬ চ্যালেঞ্জ সন্তানহারা চিকিৎসক দম্পত্তি প্রতিষ্ঠা করলেন ক্যানসার ফাউন্ডেশন তিস্তা এখন উত্তরাঞ্চলের কান্না : দুলু রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত আব্দুল্লাহ গাজীপুরে ‘দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা’ স্মারকের মোড়ক উন্মোচন

সকল