গণহত্যাকারীদের বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ
- কুমিল্লা প্রতিনিধি
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫২
জুলাই-আগস্টে গণহত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মিছিল করেছে গণঅধিকার পরিষদ। এ সময় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে তারা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) মিছিল নিয়ে নগরীর লিবার্টি চত্বর, টাউন হলসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে আয়োজিত সমাবেশে যোগ দেয় সংগঠনটির নেতাকর্মীরা।
মিছিলে গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদসহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় গণহত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন বক্তারা।
গণঅধিকার পরিষদ কুমিল্লার সভাপতি ফয়েজুল্লাহ ও সাধারণ সম্পাদক গিয়াস হৃদয়ের নেতৃত্বে জেলা প্রশাসন অভিমুখে মিছিল নিয়ে যায়। শেখ হাসিনাসহ গণহত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবি সম্মিলিত স্মারক লিপি কুমিল্লা জেলা প্রশাসকের হাতে তুলে দেন তারা।
গণঅধিকার পরিষদ কুমিল্লার সভাপতি ফয়েজুল্লাহ বলেন, শেখ হাসিনাসহ খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে আজ কুমিল্লায় আমরা বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছি।