চৌদ্দগ্রামে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা
- চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
- ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪০
কুমিল্লার চৌদ্দগ্রামে মো: আতিক নামে এক যুবককে প্রতিপক্ষের লোকজন চার্জার লাইট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার একদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আহত যুবকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
নিহত আতিক চৌদ্দগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সোনাকাটিয়া গ্রামের আবদুল মান্নান মিয়ার ছোট ছেলে এবং চৌদ্দগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
নিহত যুবকের নানা চৌদ্দগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক হারুন অর রশীদ মজুমদার মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
নিহতের বাবা আবদুল মান্নান মিয়ার করা অভিযোগে উল্লেখ করেন, আতিক সোমবার রাত ৮টার দিকে সোনাকাটিয়া গ্রামের মধ্য পাড়া মোতালেবের দোকানে যায়। সেখানে পূর্ব পরিকল্পনা নিয়ে উপস্থিত থাকা একই গ্রামের যুবলীগ নেতা নূরে আলম তার মামাতো দু’ভাই যুবলীগ নেতা আমান উল্লাহ ও নেয়ামত উল্লাহর নেতৃত্বে অজ্ঞাত আরো পাঁচ-ছয়জন আতিককে হত্যার উদ্দেশে লোহার রড, এসএস পাইপ, বিদেশী রড়, টর্চ লাইট, লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মাথা, নাক,কান ও মুখে রক্তাক্ত ও জখম করে।
এ সময় আতিক ও একরাম হোসেন রনি, আসিফ ও আল আমিনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের কবল থেকে তাকে উদ্ধার করে।
পরিবারের লোকজন তাকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে আইসিইউ সঙ্কট থাকায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাকে বিএনকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে কয়েক ঘণ্টা লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মঙ্গলবার বিকেলে আতিকের মৃত্যু হয়।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’
এদিকে হত্যাকারীদের গ্রেফতার করে সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও নিহত আতিকের সহপাঠীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা