০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

নিখোঁজের ৪ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

লক্ষ্মীপুরে নিখোঁজের চার দিন পর ধানখেত থেকে মো: পারভেজ নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি ধানখেত থেকে মুখ বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পারভেজ ওই উপজেলার শাকচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মরহুম আব্দুল্লাহ খোকনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

পুলিশ ও স্বজনেরা জানায়, গত শুক্রবার রাতে পারভেজ হোসেন সদর উপজেলার শাকচর জব্বার মাস্টার হাটে নিজের ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাতে বাড়ির সামনে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন তার ভাই মো: ফয়েজ আহমেদ সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। সোমবার রাতে ধানখেতে পারভেজের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পারভেজ হোসেনের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে ধানখেত থেকে মুখ বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পারভেজের স্বজনেরা দাবি করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা। সেইসাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবিও জানান তারা।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল মোন্নাফ বলেন, নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।

তিনি বলেন, ব্যবসায়িক দ্বন্দ্ব বা পারিবারিক ও জমি সংক্রান্ত কোনো বিরোধে ঘটনাটি ঘটিয়েছে কি না, তা-ও তদন্ত করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
গলাচিপায় যুবকের লাশ উদ্ধার আবারো প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং অ্যাকশন নতুন ভোটার প্রায় ৫০ লাখ, মৃত ১৫ লাখ বাদ তারেক রহমান ও আবদুস সালামের রাষ্ট্রদ্রোহের মামলা বাতিলের রায় প্রকাশ সিরিয়ার নতুন প্রেসিডেন্ট সৌদির পর এবার তুরস্ক যাচ্ছেন অভিশংসনের শুনানির জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আবারো আদালতে এবার যুক্তরাষ্ট্রের উপর চীনের পাল্টা শুল্কারোপ বাণিজ্য মেলায় আবারো ট্রফি অর্জন মেসার্স হেলাল অ্যান্ড ব্রাদার্সের জনপ্রশাসন সংস্কার নিয়ে থাকছে শতাধিক সুপারিশ : কমিশন প্রধান সচিবালয় থেকে ওয়ার্ড পর্যন্ত শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে হবে : মান্না খন্দকার মোশাররফ হোসেনের দেশত্যাগের নিষেধাজ্ঞা

সকল