০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

পরশুরামে যুবলীগ নেতাকে পুলিশে দিল বৈষম্যবিরোধী ছাত্ররা

- ছবি : নয়া দিগন্ত

ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক মহিউদ্দিন সুজনকে (৩৮) বনিক সমিতির সভা থেকে ধরে পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সুজন পৌরসভার সলিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে বণিক সমিতির সভা অনুষ্ঠিত হয়। সভায় সুজন উপস্থিত হলে বৈষম্যবিরোধী ছাত্ররা তাকে চলে যেতে বলে। এ সময় সুজন তাদের সাথে বাগবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে ছাত্ররা সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যদের সহায়তায় সুজনকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে পরশুরাম মডেল থানা হেফাজতে নিয়ে যায়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাকে আদালতে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement