০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

আগামী নির্বাচনে ডা. মানিক-মেজবাহকে সমর্থন দেয়ার আহ্বান জামায়াত আমিরের

ডা. মোহাম্মদ ফখরুদ্দীন মানিক ও মেজবাহ উদ্দিন সাঈদ। - ছবি : নয়া দিগন্ত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে সংসদ সদস্য পদে ডা. মোহাম্মদ ফখরুদ্দীন মানিক ও দাগনভূঞা উপজেলায় মেজবাহ উদ্দিন সাঈদকে সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে দাগনভূঞা পৌরসভার আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মাঠে পথসভায় তিনি এ আহ্বান জানান।

মানিক ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি এবং মেজবাহ ঢাকা মহানগর দক্ষিণের শূরা সদস্য।

দাগনভূঞা উপজেলা আমির গাজী ছালেহ উদ্দিনের সভাপতিত্বে সভায় জেলা আমির মুফতি আবদুল হান্নান, দাগনভূঞা উপজেলার সাবেক আমির এ এ স এম নুরনবী দুলাল, সোনাগাজী উপজেলা আমির মোহাম্মদ মোস্তফা, দাগনভূঞা পৌর আমির কামরুল হাসান, সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।


আরো সংবাদ



premium cement