ফেনীতে পূজা দেখে বাড়ি ফেরা হলো না ৩ যুবকের
- ফেনী প্রতিনিধি
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৫
ফেনীতে সরস্বতী পূজা দেখে বাড়ি ফেরার পথে নোয়াখালীর তিন যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে দাগনভূঞা উপজেলাধীন ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের বেকের বাজারে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালীর কোম্পানিগঞ্জ সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর এলাকার মনোরঞ্জন বৈষ্ণবের ছেলে দেবু বৈষ্ণব (৩২), কৃষ্ণঘোষের ছেলে অন্তর ঘোষ (২৫) ও বেগমগঞ্জ উপজেলার আলীপুরের কৃষ্ণ গোস্বামীর ছেলে সৌরভ গোস্বামী (২৮)।
স্বজনরা জানিয়েছেন, তারা সরস্বতী পূজা দেখতে নোয়াখালী থেকে ফেনীতে এসেছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নোয়াখালী থেকে পূজা দেখতে মোটরসাইকেলে করে পাঁচ বন্ধু ফেনীর উদ্দেশে রওনা হন। পূজা দেখা শেষে নোয়াখালীর দিকে ফেরার পথে নিহতদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় সাথে থাকা অন্য মোটরসাইকেলের বন্ধুরা ভয়ে দ্রুত চলে যায়।
আরো জানা যায়, এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহত অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত একজনকে হাসপাতালে এবং নিহত দু’জনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।’
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা