০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

পাহাড় থেকে পড়ে হাতির মৃত্যু

পাহাড় থেকে পড়ে হাতির মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড় থেকে পড়ে আহত এক বন্য হাতির মৃত্যু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়।

জানা যায়, গত ১ ফেব্রুয়ারি বাঁশখালীর চাম্বল গহীন অরণ্যে পাহাড় থেকে ২৫ থেকে ২৬ বছর বয়সী একটি বন্য হাতি নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় হাতিটি। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দেন।

চিকিৎসকের বরাত দিয়ে বন বিভাগের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ নয়া দিগন্তকে বলেন, পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য হাতির পাগুলো অবশ হয়ে গিয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে বন্য হাতিটি মারা যায়।


আরো সংবাদ



premium cement