০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

বান্দরবান থেকে অপহৃত ৭ শ্রমিককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা

- ছবি : সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান এলাকা থেকে অপহৃত ৭ শ্রমিককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার সন্ধ্যার দিকে ইউনিয়নের দুর্গম লিংপুং পাড়া থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়।

সেনাবাহিনী ও পুলিশের অভিযানের মুখে সন্ত্রাসীরা অপহৃতদের দুর্গম পাহাড়ি এলাকায় ছেড়ে দিয়ে চলে যায়। বর্তমানে তাদের ওই এলাকার সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদাত হোসেন জানিয়েছেন, অপহৃতদের উদ্ধারের কথা তিনি শুনেছেন। এ বিষয়ে তিনি আরো খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন। নিরাপত্তা বাহিনী থেকে জানানো হয়েছে অপহৃতদের উদ্ধার করে স্থানীয় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।

গত পহেলা ফেব্রুয়ারি রাতে ইউনিয়নের একটি খামার বাগানে সন্ত্রাসীরা হানা দিয়ে ৭ কাঠ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। সন্ত্রাসীরা মুক্তিপণ বাবদ ৭ লাখ টাকা দাবি করে পরিবারের কাছে। তবে তারা মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন নাকি অভিযানে ছাড়া পেয়েছেন বিষয়টি নিয়ে এখনো কেউ কিছু জানাতে পারেননি।

অপহরণের যারা শিকার হয়েছিলেন তারা হলেন কাঠ শ্রমিক নুরু (৫০), আলমগীর (৩৫), শফি আলম (৩২), হেলাল (৪০) ও গাড়ি চালক জামাল (৩২)। অপর দুইজনের নাম জানা যায়নি।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি গভীর রাতে একই এলাকা থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে মোটা অংকের টাকা মুক্তিপণ দিয়ে অপহৃতরা ছাড়া পান।


আরো সংবাদ



premium cement