চান্দিনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
- চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২২
কুমিল্লার চান্দিনায় সড়ক পারাপারের সময় অজ্ঞাত মাইক্রোবাস চাপায় মোবারক হোসেন (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কলাগাও এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোবারক হোসেন মাধাইয়া ইউনিয়নের বড় কলাগাও গ্রামের মরহুম আয়েত আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ওয়ার্কশপ মিস্ত্রি ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃদ্ধ মোবারক হোসেন বাড়ি থেকে বের হয়ে মাধাইয়া বাজারে যাওয়ার সময় দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে যাওযার উদ্দেশে রাস্তা পারাপারের সময় কুমিল্লার দিক থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দ্রুত গতিতে চলে যাওয়ায় গাড়িটি আটকাতে ব্যর্থ হয় স্থানীয়রা। তখন ঘন কুয়াশা থাকায় গাড়ির নম্বরও সংগ্রহ করা যায়নি। পরে পরিবারের লোকজন গিয়ে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান কৌশিকের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা