০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

মিরসরাইয়ে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১১

মিরসরাইয়ে গ্রেফতার হওয়া ১১ আসামি - ছবি : নয়া দিগন্ত

মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদের কোর্ট হাজতে পাঠানো হয়েছে। এ সময় গ্রেফতারদের কাছ থেকে বিভিন্ন ধরনের ১১টি দেশীয় অস্ত্র এবং একটি কালো হাইস গাড়ি জব্দ করা হয়।

মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম মিরসরাই শহিদের গ্যারেজের সামনে থেকে রোববার রাত সাড়ে ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আব্দুর রউফ সরদার বাড়ির শামসুলের আলমের ছেলে একাধিক মামলার পলাতক আসামি একরামুল হক (২৭), একই এলাকার মঈন উদ্দিন মুন্সি বাড়ির মুনসুরের ছেলে মো: ইসমাইল হোসেন তুহিন (২৩), পশ্চিম খৈয়াছড়ার নজির আহম্মদ মৌলভী বাড়ির বদিউল আলমের ছেলে কলিম উদ্দিন প্রকাশ কালোধন (৪২), পানু ভূঁইয়া বাড়ির মরহুম রহিমের ছেলে মো: জামিল হোসেন প্রকাশ জেবল (৩৬), বজলের সোবহানের বাড়ির রবিউল হোসেনের ছেলে মো: ওমর ফারুক (২৪), আব্দুল কাদের ভূঁইয়া বাড়ির মরহুম আমিনুর রহমানের ছেলে ইকবাল হোসেন প্রকাশ আক্তার (৩৫), ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পোলমোগরা দুলা মিয়া হাজি বাড়ির নুরুল মোস্তফার ছেলে আরিফুল ইসলাম প্রকাশ রিমন (২৭), ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব খৈয়াছড়া এলাকার মাহমুদুল হকের বাড়ির আবুল কালামের ছেলে সাদিক হোসেন ড্রাইভার (২২), নুরুল আমজাদ বাড়ির নুরুল আফসারের ছেলে খাইরুল ইসলাম (২৯), মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম মঘাদিয়া বটতল এলাকার সাহাব মিয়ার বাড়ির মরহুম ওমর ফারুকের ছেলে এমরান হোসেন (২৭), হাইতকান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তুলাবাড়িয়া এলাকার আবুল কালাম আজাদের বাড়ির আবুল কালাম আজাদের ছেলে জাহাঙ্গীর আলম আজাদ (৪৫)। গ্রেফতারদের কাছ থেকে বিভিন্ন ধরনের ডাকাতির সরঞ্জাম, লোহার রড়, একটি কাটার, তিনটি ছোরাসহ ১১টি দেশীয় অস্ত্র এবং একটি কালো হাইস গাড়ি জব্দ করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ‘গ্রেফতারদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে প্রায় ২৩টি অপরাধের মামলা রয়েছে। অন্যদের বিষয়েও খোঁজখবর নেয়া হচ্ছে। গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement
মানুষের কল্যাণের জন্যই বিএনপির রাজনীতি : ডা: শাহাদাত হোসেন গুমের ঘটনায় শেখ হাসিনাসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা জড়িত : এইচআরডব্লিউ বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে : প্রধান উপদেষ্টা সরকারের সাথে নির্বাচন নিয়ে কমিশনের আলোচনা কেন নয় শাওনের পোস্টের প্রতিক্রিয়ায় যা বললেন প্রেস সচিব চান্দিনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি সংস্কারে প্রয়োজন দেশপ্রেম ও সততা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ছড়াচ্ছে : প্রেস সচিব নির্বাচনের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে : ইসি সানাউল্লাহ বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ : ৩ দিনে ক্ষতি দেড় কোটি টাকা

সকল